Tuesday, August 25, 2015

আমি যখনই যে কোনো লেখক বা কবির কবিতা বা যে কোনো লেখা পড়ি, তখন সেই ব্যক্তি বা লেখক বা কবির লেখা বা কবিতাগুলো আমার কাছে বড় হয়ে যায়। উদাহরণস্বরূপ যদি নজরুল পড়ি তবে নজরুল বড়, যখন জালালুদ্দিন রুমির "মসনবী" পড়ি তখন রুমি বড়, যখন শেখ সাদী পড়ি তখন সেই বড়, যখন "শাহনামা" দেখি তখন মনে হয় মহাকবি ফেরদৌসী বড়। মানে কাকে বড় বলবো আর কাকে ছোট বলবো খুব দ্বিধা দন্দে পরে যায়। হিংসা কাজ করে, কেন তারা এমন, আমি কেন নয়।