(রাব্বি উল জিলানী)
একজন প্রেমিকের রক্তের প্রয়োজন-
একজন কবির কলমের প্রয়োজন,
গতকাল উক্ত প্রেমিক তার প্রেয়সীর জন্য নিজের সমস্ত রক্ত জলাঞ্জলি দিয়েছে
কারণ, গতকাল এক হৃদয়বিদারক সংঘাতে তার প্রেমিকার অন্তহীন রক্তক্ষরণ হয়েছিল।
ওদিকে কবি তার প্রেম আর প্রতিবাদের গণসংযোগে -
নিজের সস্তা মূল্যের কলম টি হারিয়ে ফেলেছে
যখন সর্গীয় প্রেমে নারকীয় হামলা ঘটেছিল ,
তখন কবি একাই প্রতিবাদ করেছিল
তার প্রতিবাদের তীব্র ডামাডোলে কলমটি লাপাত্তা।
ঐ প্রেমিকের জীবন যদি বাঁচাতে চাও -
তোমায় অঢেল রক্ত দিতে হবে ,
যদি প্রতিবাদ এবং প্রতিরোধ চাও-
আর বিরহী প্রেয়সীকে যদি দেখতে না চাও
তাহলে ঐ প্রেমিককে এক নদী রক্ত দিতে হবে।
এবং যদি প্রেম আর বিপ্লব চাও,
তবে কবির কলমকে খুঁজে আনতে হবে,
ঐ নামহীন কবির কলমের অনেক মুল্য
কবির কলম এবং প্রেমিকের রক্ত একে অপরের পরিপূরক ,
কারণ প্রেমিকের রক্তই হলো কবির কলমের কালি।