Thursday, January 8, 2015

 তখনও সূর্য ওঠেনি 
(রাব্বি উল জিলানী )

সূর্যের এত উত্তাপ ছিল সেদিন পুরো পৃথিবী কে রূক্ষ আর মলিন লাগছিল
সমুদ্রের জল শুকিয়ে গিয়েছিল ,
বৃক্ষের পাতাতে যেন দাবানলের আগুন লেগে গিয়েছিল,
আর অন্যদিকে সাহারার তৃষ্ণা নিয়ে গগন বিদারী হাহাকার  করছিল কেউ কেউ।
এমন বহু সময়ের বহু বেদনার মুহূর্ত পার করতে কেউ প্রস্তুত ছিলনা।
কিন্তু মানো আর নাই মানো আমরা কিন্তু কেউই জানতাম না ,
এমন পরিস্থিতির কারণ,
দিকে দিকে সৈন্য বহর পাঠানো হলো, সেচ্ছাসেবক কিছু যুবক জীবনের ঝুঁকি নিল
ঘরে ঘরে উন্মাদনা ছড়িয়ে পড়ল , মৃত্যুর বার্তা বাতাসে বাতাসে ফিরতে লাগলো,
অবশ্যম্ভাবী হয়ে উঠলো গৃহযুদ্ধ
ঠিক তখনি সব কল্পনাকে বিলুপ্ত করে , আকাঙ্খার সেই অনাকাঙ্ক্ষিত সত্য উন্মোচিত হলো ,
সূর্য কোনো উত্তাপ ছড়ায়নি আর আর পৃথিবীও বিপর্যয়ের মুখে পরেনি ,
তোমার রূপের উত্তাপ ছড়িয়ে পড়েছে।    

No comments:

Post a Comment