Monday, January 12, 2015

শান্তির ফেরিওয়ালা
(রাব্বি উল জিলানী)

প্রতি ব্যর্থ পদক্ষেপ আর অনিশ্চয়তার মুহূর্ত কেটে যাবার পর মনে হলো ,
আমি তো ব্যর্থ হতে আসিনি ,
বা আমি কোনো খদ্দের হয়েও  আসিনি,
এসেছি বনিক হয়ে আর পসরা সাজিয়েছি শান্তির।
সবাই যখন অভিনয় করে শুভ্র ধ্বজা আর গৌরী পায়রা ওড়ানোর
একসময় একটাকে ওরা ছিঁড়ে  ফেলে আর একটা কে গিলে খায় ,
তখন আমি শান্তির ফেরি করা শুরু করি।

রীতিমত হাঁকডাক দিয়ে যখন শান্তি শান্তি বলে আহাজারি করি-
ওরা আমাকে তখন পাগল বলা শুরু করে,
 আমি প্রতিটা হাট বার এবং বাজারের মুহুর্তে আমার পসরা বিছিয়ে দেয়,
বিরামহীন ভাবে অপেক্ষা করি মুহুর্তের পর মুহূর্ত-
অথচ একজন খদ্দের ও কিনতে আসেনা অবহেলিত, দলিত এই শান্তিকে
বরং আমার শান্তির দোকান থেকে সবাই অন্তত এক হাজার হাত দুরত্ব বজায় রাখার চেষ্টা করে ,
যেন এইডস বা ক্যান্সার এর দোকান সাজিয়ে বসেছি।

কখনো কখনো অস্পৃস্য হয়ে যায়  আমি আর আমার দোকান,
যেন অচ্ছুত, ছুয়ে ফেললে সাত জনমের জাত চলে যাবে-
তাহলে যে বিশ্ব জুড়ে এত শান্তি শান্তি বলে আর্তনাদ ,
বড় বড় নিকেতন আর কমিশন ,
এগুলো কি কোনো নাটকের অংশ।

জানিনা -
হতে পারে নাটক, হতে পারে সিনেমা বা আনাড়ি হাতের ডকুমেন্টরি-
অথবা শান্তির নাম ভাঙিয়ে অশান্তির রমরমা বানিজ্য,
তাতে আমার কোনো কষ্ট নেই-
আমি ফেরিওয়ালা হয়ে এসেছি শান্তি বেচতে, কেউ কিনুক বা না কিনুক-
সূর্যাস্ত অবধি আমাকে অপেক্ষা করতেই হবে।  

No comments:

Post a Comment