Thursday, January 8, 2015



তোমার বিস্তৃতি
(রাব্বি উল জিলানী)

যখন তোমার আসার কথা ছিল-
তখনো সূর্যোদয় হয়নি,
কুজ্ঝটিকার  প্রকোপ এত বেশি ছিল যে -
কুজ্ঝটিকাকে তোমার চুলের মত লাগছিল ,
যখন শীতের সুঘ্রান গ্রহণ করতে আমি উদ্যত
ঠিক তখনি পোড়া পোড়া গন্ধ আসছিল,
বুঝলাম তোমার চিবুকে সৌন্দর্যের আগুন লেগে গিয়েছে-
তোমার পা এর  পাতা থেকে লাল গোলাপের ঘর্ম ঘ্রাণ আসছিল,
কিন্তু অবাক করার মত কথা হলো তুমি তখন অবর্তমান। 

হঠাত হঠাত নূপুরের আওয়াজ আসছিল,
আমি অস্থির হয়ে পেছনে তাকাতেই দেখি শুকনো পাতার  মিছিল,
আমি তোমাকে ডিঙ্গিয়ে তোমার ভেতরের তোমাতে পৌঁছে গিয়েছিলাম,
তোমার মনের এত গভীরতা ?
তোমার আত্মার অন্ধকার গহবর থেকে বিচ্ছুরিত আলো
আমাকে জন্মান্ধ থেকেও অন্ধ করে দিয়েছিল।

যা এতক্ষণ বয়ান করলাম সবই ভাবনা থেকে,
আর যা লিখে গেলাম তা এসেছে অতৃপ্ত অভিসার থেকে,
আমি আবার তোমাতে হারালাম
অথচ তুমিই অবর্তমান।

তুমি আসলেন অসীমের মায়া কাটিয়ে
আমি আবার হতাশ হলাম,
তুমি আসমান জমিন ডিঙ্গিয়েছো কিন্তু বাস্তবতা ডিঙ্গাতে পারনি
তুমি অনন্য আত্মা হয়ে সকল আত্মাকে পেছনে ফেলতে পারোনি,
আমি শুভ্র বসনে ঢাকা তোমার বিদেহী আত্মার কথা বলছিলাম।

আত্মার মহা নারী তুমি আসনি,
আমি থাকবোনা, আমিও অলৌকিকতায় প্রবেশ করবো,
এই ভাবনাটা যখনি ভেবেছিলাম 
হটাত আমার অবচেতন ইন্দ্রীয়তে চেতনা ফিরতেই বুঝলাম
গত হওয়া  তোমাকে খুঁজে কোনো লাভ নেই
তুমিতো আকাশ বিজয়ী, সাত আসমান ডিঙ্গিয়েছো মৃত্যুর ছলে।    
 

No comments:

Post a Comment