রক্ত গোলাপ
( রাব্বি উল জিলানী )
একটি রক্ত গোলাপের জন্য লড়াই হয়েছিল,
লড়াই হয়েছিল তার প্রতিটি পাঁপড়ির জন্য, এক টানে যতটুকো ঘ্রাণ নেওয়া যায় তার জন্য,
আর লড়াই হয়েছিল ফুলের ডগায় জমে থাকা শীতল শিশিরের জন্য,
স্নায়ুতে স্নায়ুতে যুদ্ধ আর শিরায় শিরায় উন্মাদনা ফুটে উঠছিল,
কিন্তু নির্মম বাস্তবতা এটাই ছিল যে ,
কেউই সেই গোলাপের মালিক নয়।
প্রতি ঘ্রাণে ঘ্রাণে যখন মৃত্যুর গন্ধ ভেসে আসছিল
প্রতি পদক্ষেপে যখন যন্ত্রণার উদ্রেক হচ্ছিল,
সেদিকে কারো ভ্রুক্ষেপ করার সময় ছিলনা,
যখন আরাফের মাঝখান থেকে সুখ এবং কষ্ট দুই ই ভেসে আসছিল
তখনও লড়াই চলছিল,
এত কিছুর পরেও সবাই ফুলটির দিকে ছুটে যাচ্ছিল,
কারণ ধ্বংসযজ্ঞ চালানো সকল প্রানের মাঝে একমাত্র রক্ত গোলাপই নিস্পাপ ছিল,
কেননা সেটির মালিক কোনো মানুষ ছিলনা।
লড়াই হয়েছিল তার প্রতিটি পাঁপড়ির জন্য, এক টানে যতটুকো ঘ্রাণ নেওয়া যায় তার জন্য,
আর লড়াই হয়েছিল ফুলের ডগায় জমে থাকা শীতল শিশিরের জন্য,
স্নায়ুতে স্নায়ুতে যুদ্ধ আর শিরায় শিরায় উন্মাদনা ফুটে উঠছিল,
কিন্তু নির্মম বাস্তবতা এটাই ছিল যে ,
কেউই সেই গোলাপের মালিক নয়।
প্রতি ঘ্রাণে ঘ্রাণে যখন মৃত্যুর গন্ধ ভেসে আসছিল
প্রতি পদক্ষেপে যখন যন্ত্রণার উদ্রেক হচ্ছিল,
সেদিকে কারো ভ্রুক্ষেপ করার সময় ছিলনা,
যখন আরাফের মাঝখান থেকে সুখ এবং কষ্ট দুই ই ভেসে আসছিল
তখনও লড়াই চলছিল,
এত কিছুর পরেও সবাই ফুলটির দিকে ছুটে যাচ্ছিল,
কারণ ধ্বংসযজ্ঞ চালানো সকল প্রানের মাঝে একমাত্র রক্ত গোলাপই নিস্পাপ ছিল,
কেননা সেটির মালিক কোনো মানুষ ছিলনা।
No comments:
Post a Comment