Thursday, January 8, 2015



বিপ্লব হবে
( রাব্বি উল জিলানী )

অনেক পথ এবং অনেক মতের পরে
অবশেষে জানা গেল বিপ্লব হবে,
তেঁতুলিয়া থেকে বুলগেরিয়া
পদ্মার বাঁধ থেকে লেনিনগ্রাদ,
এবং প্রতি ধুলিকনায় বিপ্লব আসবে।

গুলিস্তান থেকে উজবেকিস্তান , সায়েদাবাদ থেকে এলাহাবাদ
সত্যগুলো দানা বাঁধতে শুরু করবে ,
হিংসাগুলো মৃত্যুবরণ করবে
মৃত হিংসার ফসিলগুলো জাহান্নামে বিলীন হবে।

সত্যের রাহাজানি ছড়িয়ে  পড়বে চট্ট্রগ্রাম থেকে ভিয়েতনাম
আর এস্তোনিয়া থেকে লাটভিয়া পর্যন্ত,
রাতের কুয়াশা আর বুকের রক্ত একত্রে মিলিত হবে,
প্রেমিকের পাঁজর আর যোদ্ধার কলিজাকে একত্রে জুড়ে দেওয়া হবে
তারপরে হবে লড়াই
পৃথিবীর জীবিতদের মৃত্যু উপত্যকা জুড়ে।


কেউ পরাজিত হবেনা
কারণ বিপ্লব যারা করবে
তাদের নাম হবে  মানুষ্।  

No comments:

Post a Comment