Friday, January 9, 2015



ঐক্যনাশ
( রাব্বি উল জিলানি )

যখন আমার জাহাজ টি জলে ভাসিয়ে দিলাম , আর তখনি কি'না ভাটার সময় চলে এল।
যখন তুমি শুভ্র রেশম বস্ত্রে সজ্জিত হয়ে দৌড়ে আসছিলে , তখনই বৃষ্টি হলো,
আর পঙ্কিল জলরাশি তোমায় কোমর পর্যন্ত আচ্ছাদিত করলো।
যখন ঘোষিত হতে যাচ্ছিল তোমার আমার মহা ইত্তেফাক , তখন তুমি আর আমি শত্রু তে পরিনত হলাম।
একবার আমি আমার ভাঙ্গা জাহাজের মাস্তুলে তাকালাম আর একবার তোমার শুভ্র পোশাকে ,
জাহাজের কাঠ গুলো পঁচে গিয়েছিলো , তোমার শুভ্র লেবাসে অষ্ট নরকের আগুন লেগেছিল,
তখনি বুঝলাম ,,,,,,,,
হারালো আমার ইত্তেফাক এ, হারালো প্রমোদ তরী।
হারালো প্রেয়সী, গৌরী বসন, না পাওয়ার আহাজারি।
এত ক্ষুধা এত বাঁধা টপকিয়ে,এত মরু তরু ভেঙে _
প্রেম ভাঙ্গণের বিপ্লব এল অবলার খুনে রেঙে।
পারিনি এ প্রেম টিকিয়ে রাখতে শিশুর কলিজা খেয়ে,
শুভ্র বসনে রক্ত ঢেলেছি ভাটির বালিতে নেয়ে।

No comments:

Post a Comment